ডেস্ক : লাক্স তারকা খ্যাত মডেল, অভিনেত্রী বিপাশা কবির। সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রে এ নামটি বিশেষভাবে আলোচিত। এ পর্যন্ত বিশের অধিক চলচ্চিত্রের আইটেম গানে নেচে দর্শক মাতিয়েছেন বিপাশা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। তিনি এখন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন।
ইচ্ছে ছিল চলচ্চিত্রের নায়িকা হওয়ার। কিছুটা শখের বসে আইটেম গানে অভিনয় করেন তিনি। ঢাকাই চলচ্চিত্রে ২০১২ সাল থেকে শুরু হয় আইটেম গানের জোয়ার। যা দেখে বিপাশা অনুপ্রাণিত হয়েছিলেন। তাই আইটেম গানে অংশ নেওয়ার জন্য নিজে থেকেই নির্মাতাকে অনুরোধ করেছিলেন তিনি। নির্মাতা তার আগ্রহ দেখে সিনেমার আইটেম গানের জন্য তাকে নির্বাচিত করেন।
ওই বছরই জাজ মাল্টি মিডিয়ার ভালোবাসার রঙ সিনেমার আইটেম গানে অংশ নিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন বিপাশা। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আইটেম গানের পাশাপাশি সিনেমায় অভিনয়ও করছেন এ প্রতিশ্রুতিশীল অভিনেত্রী।