স্টাফ রিপোর্টার ॥ নাশকতার পরিকল্পনার অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে হবিগঞ্জ সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর দুজন হচ্ছে অ্যাডভোকেট সালাউদ্দিন হেলাল ও এবিএম আলআমিন চৌধুরী। এছাড়া রাতভর শহরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় অভিযান চালায় পুলিশ। বিভিন্ন মামলায় গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন।
পুলিশ জানায়, অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গতকাল রাত প্রায় দেড়টায় সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ শহরে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে নাশকতার পরিকল্পনার অভিযোগে শহরের অনন্তপুর এলাকাস্থ নিজ বাসা থেকে অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, একই এলাকার একটি মেস থেকে এবিএম আলআমিন চৌধুরী ও শায়েস্তানগর এলাকাস্থ বাসা থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সদস্য অ্যাডভোকেট সালাউদ্দিন হেলালকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানার ওসি জানান নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।