সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

আগামীকাল হবিগঞ্জের ৫ পৌরসভায় নির্বাচন ॥ ৫৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিই ঝুঁকিপূর্ণ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

imagesস্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ৩০ ডিসেম্বর হবিগঞ্জের ৫ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য গতকাল জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারিদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। ইতোমধ্যে ৫ পৌরসভায় ভোট গ্রহণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় ব্যালট বাক্স, ভোটের বাক্স, সিলসহ সকল জিনিসপত্র পৌঁছানো হয়েছে।
পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি ও র‌্যাব টহল দিবে। প্রতিটি উপজেলায় ভ্রাম্যমান আদালত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও ভ্রাম্যমান আদালত পরিচালনায় নিয়োজিত থাকবেন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া পৌর নির্বাচনের প্রচারণা গতরাত ১২টায় শেষ হয়েছে। বিধি অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করার বিধান থাকায় গতকাল মধ্য রাতের আগেই প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। গতরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে সংবাদপত্র ও আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। এ ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকছে না। নির্বাচনে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।
৩১ ডিসেম্বর হবিগঞ্জের ৫ পৌরসভায় চার দিনের জন্য ২ প্লাটুন করে বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। বিজিবির পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যও মোতায়েন থাকবে। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলার ৫ পৌরসভায় মোট ৫৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মাঝে ৫৩টিকেই ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে প্রশাসন। হবিগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে হবিগঞ্জ পৌরসভায় ৪৪১২৩ জন ভোটার রয়েছেন। ১৮টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ১১৮টি। চুনারুঘাট পৌরসভায় ভোটার সংখ্যা ১২১৬৮ জন। ভোট কেন্দ্র ১১টি, কক্ষ ৩২টি। মাধবপুরে ১৩১৬০ জন ভোটার রয়েছে। ৯ ভোট কেন্দ্রে কক্ষ সংখ্যা ৩১টি। শায়েস্তাগঞ্জে ১৫১৯৭ জন ভোটার রয়েছে। ৯ কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৪১টি। নবীগঞ্জে ১৬১৬৫ জন ভোটার রয়েছেন। ১০ ভোটকেন্দ্রে কক্ষ রয়েছে ৫০টি। ৫ পৌরসভায় ৫৭টি ভোটকেন্দ্রে ২৭২টি কক্ষে ভোট গ্রহণ হবে। জেলা সহকারি রির্টানিং অফিসার বলেন, নির্বাচনে কোন প্রকার অনিয়ম করতে দেয়া হবে না। যে কোন মূল্যে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!