স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ দুলা শাহ্’র মাজারের নিকট থেকে রাসেল আহমেদ কুটি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার প্যান্টের পকেট থেকে ২০ পিচ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে বানিয়াচং উপজেলার কাওরাকান্দি গ্রামের সিরাজ মিয়ার পুত্র। সোমবার সন্ধ্যায় সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে নাতিরাবাদ এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছে।