এম এ আই সজিব ॥ নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চালানোর অভিযোগে ২শতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে। সেই সাথে পুলিশের সিগন্যাল না মানায় ভ্রাম্যমান আদালত এক মোটরসাইকেল মালিককে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। গত ২৭ ডিসেম্বর দিবাগত মধ্য রাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন কমিশন।
সোমবার সকালে শত শত মোটরসাইকেল শহরের উপর দিয়ে চলাচল করলে বিষয়টি পুলিশের নজরে আসে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে ওমর ফারুক, রাসেল, ছানা উলাহ, কৃষ্ণমোহনসহ বেশ কয়েকজন এসআই চেকপোষ্ট বসিয়ে ২শতাধিক মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেল মালিকদের সাথে পুলিশের বাকবিতণ্ডার ঘটনাও ঘটতে দেখা যায়।
অনেক মোটরসাইকেল মালিকরা বলেন, নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে তারা অবগত নন। এ কারণে পুলিশের সাথে মোটরসাইকেল আটক নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। দুপুরের দিকে থানার মোড়ে পুলিশের সিগন্যাল অমান্য করে কামাল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী চলে যাবার সময় তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ২ হাজার টাকা জরিমানা করেন। তিনি জানান, এ অভিযান ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।
পুলিশ জানায় যেগুলো আটক করা হয়েছে তা ৩১ ডিসেম্বর যাচাই বাছাই করে ছেড়ে দেয়া হবে।