মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ সন্তোষ চৌধুরী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিকআপ চালক ফজর আলী (৪৫) কে গ্রেফতার করেছে। সোমবার সকালে ঢাকার সাভার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ভাটারা কান্দি গ্রামের মৃত রহিম আলীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা জানান, মোবাইল কল রেকর্ডের সূত্র ধরে হবিগঞ্জ একতা ফেব্রিক্সের ম্যানেজার সন্তোষ চৌধুরীর হত্যার সঙ্গে জড়িত থাকার ক্লু পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
গত ১৯ ডিসেম্বর হবিগঞ্জ একতা ফেব্রিক্সের ম্যানেজার আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের মনোরঞ্জন চৌধুরীর ছেলে সন্তোষ চৌধুরী নরসিংদী হাটের উদ্দেশ্যে কাপড় কিনতে বের হলে পরদিন ২০ ডিসেম্বর উপজেলার নয়াপাড়া সায়হাম কটন মিল এলাকায় ধান ক্ষেতে গলায় মাফলার প্যাচানো পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।