এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে মিছিল করার সময় পুলিশের সাথে বিএনপি মনোনিত প্রার্থীর কর্মী-সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে এসআইসহ ২ কনস্টেবল আহত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শায়েস্তাগঞ্জ ওয়ার্কসফ এলাকায় বিএনপির মেয়র প্রার্থী এম.এফ. আহমেদ অলির ছোট ভাই মোঃ মুখলিছুর রহমান ও তার সমর্থক রা নির্বাচনী আচরণ বিধি লঙ্গণ করে মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌছে বাঁধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে এসআই সামিউল ও একজন কনস্টেবল আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।