ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুল হালিম পাঠান (৪২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গত বুধবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিয়াদের বাথা জামাল মার্কেটের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
নিহত আব্দুল হালিম পাঠান কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার মৃতদেহ বাথা নিউ সাফা মক্কা ক্লিনিকে রাখা হয়েছে।
এদিকে, ছুরিকাঘাতে আহতদের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের পরিচয় জানা যায়নি।
নিহতের বন্ধু লিটন এ তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সন্ধ্যার পর আব্দুল হালিম পাঠান অন্যান্য দিনের মতো ওই মার্কেটের সামনে পাইকারি মোবাইল ফোন বিক্রি করছিলেন।
এ সময় আটজনের একটি ছিনতাইকারী দল ছুরি নিয়ে এক বাংলাদেশিকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এ সময় আব্দুল হালিম ও আহত দুইজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আব্দুল হালিমের মৃত্যু হয়। অপর দুই গুরুতর জখম হন।
পরে ছিনতাইকারীদের ধাওয়া করে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।