নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ পৌর সভার ২০দলীয় জোটের মেয়র পার্থী আলহাজ্ব জিকে গউছের ধানের শীষ প্রতিকের সমর্থনে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদের নেতুত্বে যুবদলের প্রচারনা। বৃহ:বার শহরের ঘোষপাড়া, মোহনপুর, বেবিষ্ট্রান, কোর্টষ্টেশন এলাকায় গনসংযোক কালে উপস্থিত ছিলেন সদর যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, সহ সভাপতি অলিউর রহমান অলি, আজমিরিগঞ্জ যুবদলের সাধারন সম্পাদক খালেদুর রশিদ ঝলক, বাহুবল যুবদলের সাধারন সম্পাদক আব্দুল হান্নান নানু, ছাত্রদল নেতা আজিজ সিদ্দিকি, জিবলু আহমেদ, উপজেলা যুবদল নেতা হাজী মতিন, মো: কুতুব উদ্দিন, মোশাহীদ আহমেদ, মো: বিলাল মিয়া, শাহ নেওয়াজ, মোহাম্মদ অালী, জুনায়েদ আহমেদ, মো: রুবেল আহমেদ, আসাদ মিয়া, আবুবক্কর, খালিদ আহমেদ প্রমুখ।