নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী সাইফুল আলম রুবেলের গণসংযোগে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় চুনারুঘাট পৌরসভার আশ্রয়ন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে সাইফুল আলম রুবেল পৌরসভার চুনারুঘাট-পীরেরবাজার (নতুনবাজার) এলাকার আশ্রয়ন কেন্দ্রের কাছে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা ওই গণসংযোগে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। নেতাকর্মীরা ছুটোছুটি শুরু করেন। তবে, এতে কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাত সাড়ে ৮টা পর্যন্ত পৌর শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।