এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার হাসান ফুড প্রোডাক্টস ও রোকন ফুড প্রোডাক্টসকে নোংরা খাবার তৈরি ও বিএসটিআইয়ের অনুমতি না থাকায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এসআই মিজানুর রহমানসহ একদল পুলিশ। ওই এলাকার অনেক কারখানা মালিকরা মোবাইল কোর্টের খবর শুনে দোকান বন্ধ করে সটকে পড়ে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।