চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের ২০১৬-২০১৭ সনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা সভাপতি ও সাধারণ পদে ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহন শেষে সভাপতি পদে দৈনিক ‘ইত্তেফাক’ চুনারুঘাট সংবাদদাতা মোঃ কামরুল ইসলাম (১০ ভোট), দৈনিক সমকাল চুনারুঘাট প্রতিনিধি (৮ ভোট) এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার চুনারুঘাট সংবাদদাতা মোঃ জামাল হোসেন লিটন (১১ ভোট) ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি জুনায়েদ আহমেদ (৭ ভোট) পান। পরে প্রধান নির্বাচন কমিশনার মহিদ আহমদ চৌধুরী মোঃ কামরুল ইসলামকে সভাপতি ও মোঃ জামাল হোসেন লিটনকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন।