সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ২০১৪ সালের সিলেট শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও পিএসসি পরীক্ষায় শায়েস্তাগঞ্জ কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুল প্রতি বছরের ন্যায় এবারো শতভাগ ছাত্র-ছাত্রী সাফল ̈ অর্জন করেছে। জানা যায়,স্কুলের শিক্ষক মন্ডলীর অক্লান্ত পরিশ্রমে ভাল ফলাফল হওয়ায় অভিভাবকদের মাঝে আনন্দের উৎসাহ বেড়েছে। আগামীতে আরোভাল ফলাফলের প্রত্যাশা করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক।
উল্লেখ ̈ যে, শায়েস্তাগঞ্জ কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলটি শ্রেষ্ট বিদ্যাপীঠ। ঐতিহ ̈বাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক অসংখ ̈ ছাত্র-ছাত্রী নিয়ে ২০১২ সাল থেকে সার্বকষনিক তত্ত্বাবধানে পরিচালিত ব্যতিক্রমধর্মী কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে পাঠ্যক্রম শুরু করেছিল। এটা সম্পূর্ণ বে-সরকারী ভাবে প্রতিষ্ঠিত শত প্রতিকুলতার মধে ̈ প্রতিবছরে ডি১ি⁄২য়ে সেই স্কুলে ভাল ফলাফল অর্জন করেছে।সেই সাথে সৃষ্টি হচ্ছে ভাল মানবিক ̧ন সম্পন্ন শিক্ষার্থীদের। যেখানে সৃজনশীল, অভিজ্ঞ ও তারুন ̈দীপ্ত পরিশ্রমী শিক্ষকমন্ডলীর সার্বিক তত্ত্বাবধনে চলছে কম্পিউটার, আরবী ও ইসলামিয়াত শিক্ষার বিশেষ ব্যবস্তা শহ ষ্টাডিটু ̈র, সাইন্স ফেয়ার, খেলাধুলা, শরীর চর্চা, প্রতিযোগিতা মূলক সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে।