এস এইচ টিটু,সৌদিআরব থেকে : ১৫ হাজার রিয়াল (বাংলাদেশি টাকায় ৩ লাখ) এর কম বেতন হলে কোনো সৌদি নাগরিক বাসার কাজের জন্য খাদ্দামা (গৃহপরিচারিকা) এবং হাউজ ড্রাইভার নিয়োগ দিতে পারবেন না। সৌদি আরবের জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিয়োগ কমিটির প্রধান ইয়াহিয়া আল মকবুল এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, নতুন এই নিয়মের ফলে ছোট পরিবারগুলো গৃহপরিচারিকা নিয়োগে নিরুৎসাহিত হবে। তার মতে, ছোট পরিবারে কোনো গৃহপরিচারিকার প্রয়োজন হয় না।
আরব নিউজকে আল-মকবুল জানিয়েছেন, নতুন নিয়মের অধীনে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে সরকার নিয়ন্ত্রিত ওয়েবসাইটে গৃহকর্মীদের মজুরি প্রকাশ করতে হবে। আর নতুন এ আইন অমান্য করলে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর ইলেক্ট্রনিক অনুমোদন শ্রম মন্ত্রণালয় জব্দ করবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
তিনি বলেন, অনেকে গৃহকর্মীর বেতন পরিশোধ করতে ব্যাংক ঋণ নিয়ে থাকেন। তা ছাড়া গৃহকর্মী সরবারহ করতে ভিসা বাবদ যে অর্থ খরচ হয়, সৌদি পরিবারগুলো তা থেকেও রক্ষা পাবে। নতুন এই আইনের ফলে সময়মতো গৃহকর্মীদের বেতন প্রাপ্তিও নিশ্চিত হবে।