এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামে পুর্ব বিরোধের জের ধরে স্ত্রী ও স্বামীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
আহত সুত্র জানায়, ওই গ্রামের ওই ফারুক মিয়ার সাথে প্রতিবেশী মৃত সুরুজ আলীর পুত্র কামরুল মিয়া (৩৫) এর বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে কামরুল, তার ভাই শাহজাহান (৩০) সহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফারুকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় ফারুক (৪০), তার স্ত্রী ফাতেমা (৩০) বাঁধা দিলে তাদের পিটিয়ে আহত করে। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ঘটনার পর থেকে উলেখিতরা আত্মগোপন করেছে।