এম এ আই সজিব ॥ জন্ম থেকে অন্ধ সাইফুর রহমান প্রিয় (১৩)। শহরের বিভিন্ন এলাকায় গান গেয়ে জীবিকা নির্বাহ করে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা সড়কে এ প্রতিনিধির সাথে তার দেখা হয়।
এ সময় সে গানে গানে বলে, ‘বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ”। এসময় তার কাহিনী জানতে চাইলে সে জানায়, তার বাড়ি কিশোরগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। সে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধি মাকে নিয়ে রিচি গ্রামে স্বপরিবারে বসবাস করছে।
তার পিতা লাল মিয়া বাউল শিল্পী। ৫ বছর ধরে নিখোঁজ। সে জন্ম থেকেই অন্ধ। তার মামা রিচি গ্রামের হিলাল মিয়াকে নিয়ে ১০ বৎসর ধরে বিভিন্নস্থানে গান গেয়ে যে টাকা পয়সা পায় তা দিয়েই কোন রকমে সংসার চালায়। তার গান শুনতে শত শত মানুষের ভিড় জমে ওই এলাকায়। এ সময় সে আরো একটি গান করে ‘জন্ম থেকে জ্বলছি মাগো’ আর কত জ্বলব। সে সকলের কাছে দোয়া চেয়েছে।