স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মিজানুর রহমান নামের এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের আব্দুর ছাত্তারের পুত্র। সোমবার দিবাগত রাত ৮টায় ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
সে বাড়ীর পাশে শিখন স্কুলের পঞ্চম প্রেণীর ছাত্র। তার পিতা আব্দুছ ছাত্তার জানান, রাতে তার মা গালাগালি করায় সে রাগে অভিমানে আমাদের সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।