স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে এক রাতে ৫টি ট্রান্সফর্মার চুরি হয়েছে। ফলে এলাকার শচী অঙ্গন ধামসহ গ্রামের এক হাজার পরিববারকে বিদ্যুৎবিহীন অবস্থায় দিনরাত অতিবাহিত করতে হচ্ছে।
রবিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় ভাঙ্গাড়ী ব্যবসায়ীদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবনের লোহজাত পণ্যসামগ্রী এবং বসতবাড়ির টিউবওয়েল প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে। স্থানীয়দের মতে এ সব চোরাই পণ্যসামগ্রী ভাঙ্গাড়ী ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে চালান হয়ে যাচ্ছে।
কামাইছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এএসআই বাছির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।