এম এ আই সজিব ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত নির্বাচনে আচরণ বিধি লংঘিত হচ্ছে না, সে বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রতিদিনই অভিযান পরিচালনা করবেন।
সোমবার সন্ধ্যায় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ইয়াহিয়া চৌধুরীকে নির্বাচনী প্রচারণায় প্রতীক ব্যতীত পাষ্টিকের পানির বোতল ঝুলিয়ে রাখায় পোষ্টার জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এসআই কেএম রাসেলসহ একদল পুলিশ।