খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট এসোসিয়শেন (ইউকে) পূর্নাঙ্গ কার্যকরী কমিটির শূন্য পদে নতুন সদস্য অর্ন্তভুক্ত করে কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার ইউরো তান্দুরি লন্ডন রেস্টুরেন্টে কমিটি গঠন কল্পে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চুনারুঘাট এসোসিয়শেনের (ইউকে) সভাপতি গাজীউর রহমান গাজীর সভাপতিত্বে ও জালাল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দিন, উপদেষ্টা পরিষদের সম্মানীত সদস্য সৈয়দ ফরহাদ আহমদে, ইঞ্জিনিয়ার হাজি আব্দুল মতিন।
সভায় সর্বসম্মতিক্রমে গাজিউর রহমান গাজীকে সভাপতি, মোঃ গিয়াস উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ শরিফ আহমদেকে সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক জালাল আহমদে, মৌেলানা আব্দুল মালেক, মোহাম্মদ সাইদুরকে সাংগঠনিক সম্পাদক, ব্যারিষ্টার আশরাফুল আলমকে আইন উপদেষ্টা, মাসুক আহমেদকে কোষাধ্যক্ষ, সেলিম আহমেদ ও আইয়ুব আলী শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জালালুর রহমান, আফজাল খানকে প্রচার-সম্পাদক, সাইদুর রহমান রানা, আব্দুল জাহির দুলাল, মোরাদ চৌধুরী, আব্দুর সালাম, ক্যামডেম এলাকার কাউন্সিলর সমতা খাতুনকে সদস্য করা হয়।
এ ছাড়া ১০ জন নতুন সদস্য তাদের সদস্য পদ লাভ করেন। শীর্তাথ মানুষের শীতবস্থ ক্রয়ের জন্য উপস্থিত সদস্যবৃন্দের কাছ থেকে ৮০০ পাউন্ড সংগ্রহ করা হয়। এছাড়াও বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে জন্য অর্থ সংগ্রহের জন্য একমত পোষণ করা হয়।