চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফতেহপুরে ফতেহগাজী বাগদাদী (রঃ) এর বাৎসরিক ওরসে বি-বাড়ীয়া জেলার ধরমন্ডল গ্রামের রমজান শাহ (রঃ) মাজারের খাদেম পীরে তরীক্ব্ত সামারীশাহের কাফেলায় ভক্তবৃন্দের ঢল নামে । গত ১৪, ১৫ ও ১৬ডিসেম্বর ৩দিন ব্যাপী এ ওরসে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার লক্ষ লক্ষ আশেকান ভক্তবৃন্দের সমাগম ঘটে। ওরসে শত শত কাফেলা বসে।
এর মধ্যে সামারী শাহের কাফেলায় ৩দিন ব্যাপী মিলাদ মাহফিল, জিকির, আশকার ও মারিফতি গান অনুষ্টিত হয়।
প্রতিদিন ঐ কাফেলায় মণের মণ কমলা, আপেল ও কলাসহ বিভিন্ন জাতের ফল বিতরণ করা হয়।