এস আর রুবেল মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ চুনারুঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নাজিম উদ্দিন শামসু’র নির্বাচনী প্রচারণায় গণসংযোগ শেষে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি শাম্মী আক্তার শিফা নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেছেন, ‘এবার বিএনপি নির্বাচনে মাঠে থাকার প্রত্যয় নিয়েই অংশ নিয়েছে।
নির্বাচন বর্জন করার জন্য নয়। সরকার বিএনপির মেয়র প্রার্থীদের জনসমর্থন দেখে ভীত হয়ে হামলা-হুমকি ও গণগ্রেফতারের নামে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করছে।’
নাজিম উদ্দিন শামসু’র প্রচারণার অংশ হিসেবে সোমবার দুপুর ১টায় পৌর শহরের মুসলিম হল থেকে গণসংযোগ শুরু করে উপজেলা মোড় পর্যন্ত এ গণসংযোগ করেন।
এ গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রশীদ এমরান, সাবেক প্রচার সম্পাদক মোতাকাব্বির খান আব্বাস, বিএনপি নেতা এড. আফজাল হোসেন, তুষার চৌধুরী, ফারুক হোসেন, এস.এম সোহাগ, কামাল সিকদার, যুবদল নেতা জহিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য এমদাদ চৌধুরী, চুনারুঘাট বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খায়রুল আলম, দৈনিক আমার দেশ প্রতিনিধি ও বিএনপি নেতা সাইফুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান রুমন প্রমুখ।