এম এ আই সজিব ॥ নবীগঞ্জে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ স্বামী ও শ্বশুর ও শ্বাশুড়িকে আটক করেছে। তবে শ্বশুর বাড়ির লোকজনের দাবি সে আত্মহত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর গ্রামের বিশল দাশের পুত্র লিটন দাশের সাথে ৩ বছর পূর্বে বানিয়াচং উপজেলার ঝিলোয়া গ্রামের প্রেমানন্দ চৌধুরীর কন্যা গীতা রাণী দাশের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পরই লিটন জানতে পারে তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। এ বিষয় নিয়ে উভয় পরিবারের লোকদের মাঝে একাধিকবার শালিস হয়। এক পর্যায়ে তাদের ওরসে শ্রাবন্তি দাশ নামে একটি কন্যা শিশু জন্ম নেয়।
প্রায় এক বছর পূর্বে লিটন দাশ মৌলভীবাজার এলাকায় আরেকটি বিয়ে করে। এরপর থেকেই তাদের মাঝে শুরু হয় কলহ। লিটন তার প্রথম স্ত্রী গীতা রাণী দাশ বাড়ির বাংলো ঘরে থাকতে দেয় এবং তাকে বিতাড়িত করার জন্য ফন্দি ফিকির শুরু করে। এরই ধারাবাহিকতায় লিটন প্রায় সময়ই গীতাকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করতো। গত শনিবার রাত প্রায় ৩টার দিকে স্থানীয় লোকজন দেখতে পান লিটন দাশের পার্শবর্তী ইরেশ দেবনাথের বাড়ীতে আগুন লেগেছে।
মানুষ আসতে আসতেই সব কিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়। পরের দিন সকালে অর্থাৎ গতকাল রবিবার সকাল ১০ টার দিকে গৃহবধূ গীতা রাণী দাশকে পাওয়া যাচ্ছে না মর্মে বাড়িতে খোজাঁখুজি শুরু হয়। এক পর্যায়ে আগুনে পুড়ে যাওয়া ঘরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজনের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। লোকজন পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে এসআই নজরুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করেন।
তবে মৃত দেহটি সম্পূর্ন পুড়ে যাওয়ায় পরিচয় সনাক্ত করা যায়নি। তবে গীতা রাণীর পিতার বাড়ির লোকজন এসে লাশ সনাক্ত করেন। তারা অভিযোগ করেন গীতা রাণীকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গীতা রাণী দাশের স্বামী লিটন দাশ, শ্বশুর বিশাল দাশ, শাশুড়ী জবা রাণী দাশকে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম। এব ব্যাপারে এসআই নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। এদিকে লিটন দাশের ২য় স্ত্রী পলাতক থাকায় সন্দেহের তীর আরো দৃঢ় হচ্ছে।