স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার আন্তঃজেলা পকেটমার চক্রের তিন সদস্যকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে বহুলা গ্রামের নিম্বর আলীর পুত্র রহমত আলী (৩৫), ও শফিক মিয়া (৪০) ও আবু মিয়ার পুত্র হারুন মিয়া (৩০) আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।