চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্রিক ফিল্ডের মালিক এলজিইডির রাস্তা কেটে ফেলেছেন। এতে এলাকার ৮/১০টি গ্রামের মানুষের যাতায়াতে জনর্দুভোগ চরমে পৌচেছে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার নয়ানী বনগাঁও গ্রামে প্রায় ৩/৪বছর পুর্বে নয়ানী গ্রামের সামছুল হক “সামস ব্রিক” নামে একটি ইটের ভাটা স্থাপন করেন। ব্রিক ফিল্ড স্থাপনের পর আশপাশের গ্রাম গুলোতে পরিবেশ দুষণ হতে থাকে।
গত বৃহস্পতিবার সকালে ঐ ব্রিক ফিল্ডের মালিকের নির্দেশে ব্রিক ফিল্ডের শ্রমিকরা নয়ানী-দেউন্দি রাস্তার প্রায় ৪০০হাত রাস্তা কেটে ফেলে । রাস্তা কেটে ফেলায় ঐ এলাকার দেওরগাছ, নয়ানী বনগাঁও, দ্বিগাও ও নোয়াবাদসহ ৮/১০টি গ্রামের শত শত মানুষের যাতায়াতে র্দুভোগের সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসী জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।