স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৪ ডিসেম্বর অনুষ্টিতব্য চুনারুঘাট প্রেসক্লাব নির্বাচনে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতি পদে দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি মোস্তাক আহম্মদ তরফদার (মাসুম) ও দৈনিক ইত্তেফাকের চুনারুঘাট সংবাদদাতা মোঃ কামরুল ইসলাম এবং সাধারন সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের চুনারুঘাট উপজেলা প্রতিনিধি জুনায়েদ আহমদ ও দৈনিক যায়যায়দিন এর চুনারুঘাট সংবাদদাতা জামাল হোসেন লিটন প্রতিদ্বন্ধীতা করছেন।
এদিকে গতকাল রবিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্বাচন কমিশনার ৪ জনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন। আজ সোমবার চূড়ান্ত যাচাই-বাছাই শেষে প্রার্থীতার তালিকা ঘোষণা করবেন নির্বাচন কমিশন। প্রেসক্লাব নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক আমাদের সময় এর চুনারুঘাট প্রতিনিধি মহিদ আহমদ চৌধুরী, দৈনিক নয়া দিগন্ত চুনারুঘাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও দৈনিক তরফ বার্তার স্টাফ রিপোর্টার এডভোকেট ফখরুদ্দীন আবদাল।