নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদ্যাপান ও ব্যারিষ্টার মনোহর উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে স্কুলের মাঠে আয়োজিত অনুষ্টানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলমের সভাপতিত্বে পরিচালনা করেন শিক্ষক শফিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধরী।
সংবর্ধিত ব্যক্তির বক্তব্য রাখেন- বৃটেনের ব্যারিষ্টার মনোহর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রবাসী আশরাফ উদ্দিন দুলাল, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জেহাদী, রাখিল হোসেন।
এমসয় প্রধান অতিথি আলমগীর চৌধুরী, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জন্য এক লক্ষ টাকা বরাদ্দের ঘোষনা দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ম্যানিজিং কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, স্কুলের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃদ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।