এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাসে পুলিশের সাথে ডাকাতদের বন্দুক যুদ্ধের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরো ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন ও ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে ধুলিয়াখাল, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সিলেট বিভাগের ডাকাতদের গডফাদার সদর উপজেলার মজলিশপুর গ্রামের এরশাদ আলীল পুত্র সোহেল মিয়া (৩৫) ও তার ভাই তাইদুল ইসলাম (৩০) কে আটক করেন।
আটক অন্য ডাকাতরা হল পাঁচপাড়িয়া গ্রামের আব্দুর রউফের পুত্র শিবলু মিয়া (২৫) ও চাঁদপুর জেলার ধনপতি গ্রামের আব্দুল লতিফের পুত্র বশির পালোয়ান (৩০)। উলেখ্য গত বৃহস্পতিবার রাত ১০টায় ওই সড়কের মামদপুর নামকস্থানে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ডাকাতদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
এসময় গুলিবিদ্ধ অবস্থায় ৫ ডাকাতকে আটক করা হয়। এব্যাপারে এসআই সুদিপ রায় বাদি হয়ে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন।
এরপর থেকেই ডাকাতদের ধরতে পুলিশ সাড়াশি অভিযান চালায়।