স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন মাজারে ওরসে মেলার পাশাপাশি পুতুল নাঁচের আসরের অভিযোগ উঠেছে। আর এ পুতুল নাঁচের আড়ালে অশীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। সম্প্রতি শাহজীবাজার সোলেমান ফতেহ গাজি (রঃ) এর মাজারে অশীল নৃত্য প্রদর্শনের অভিযোগে পুতুল নাঁচের আসর থেকে ৬ নর্তকীকে পুলিশ আটক করলেও তারা থেমে থাকেনি।
পুতুল নাঁচের প্রধান সাধন ও রাজীব তাদেরকে দিয়ে বিভিন্ন মাজারে পুতুল নাঁচের নামে অশীল নৃত্য পরিদর্শন করাচ্ছে। ফলে মাজারে আসা ভক্তদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকেই মন্তব্য করছেন মাজারে ইসলামি কাফেলা থাকার কথা। কিন্তু এক শ্রেণীর লোক সেখানে পুতুল নাচের আসর বসিয়ে পরিবেশ নষ্ট করছে।