বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি : সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলীকে বাহুবল থেকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বাছির আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুর ইউনিয়নের মহাশয়ের বাজার থেকে গ্রেফতার করে।
সে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দওপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান গ্রেফতারের বিসয়টি নিশ্চিত করে জানান, শাহজাহান আলীর বিরুদ্ধে সিলেটের দুটি মামলার প্রেফতারী পরওয়ানা রয়েছে। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।