এম এ আই সজিব ॥ পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর করতে হবিগঞ্জ শহরে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
শুক্রবার অভিযানের প্রথম দিনে শহরের বিভিন্নস্থান থেকে অর্ধশতাধিক টমটম আটক করা হয়েছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থানার মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে এসব টমটম আটক করে।
আটক টমটম বেশিরভাগই নম্বরবিহীন ও শিশু দিয়ে চালানো হচ্ছে। পুলিশ জানায়, নির্বাচনের আগ পর্যন্ত এ অভিযান চলবে।