এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়াবাজার এলাকার আজিজ মার্কেটের সামন থেকে শফিক মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিচ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত আকরাম আলীর পুত্র। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে ডিবির এসআই সুদ্বিপ রায় ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আজিজ মার্কেটের নীচ থেকে তাকে আটক করে।
এসময় তার দেহ তলাশী করে উলেখিত ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।