দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী প্রতিষ্ঠান সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী বিএসসি (ইঞ্জিনিয়ারিং) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে ।
অনলাইন ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ জানুয়ারী,২০১৫ ইং তারিখ থেকে । আবেদন চলবে ২০ জানুয়ারী,২০১৫ ইং তারিখ পর্যন্ত। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি ৩০০ টাকা ।
ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলি কলেজের ওয়েবসাইট (www.sec.ac.bd)- এ পাওয়া যাবে।
ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ বছর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে মোট ১২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। তার মধ্যে কিছু সংখ্যক আসন মুক্তিযোদ্ধা এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে আগত প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে ।