চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট দুর্গাপুর আলোর পথে উচ্চ মহান বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী মোঃ জাকির হোসেনের পরিচালনায় ও প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও হবিগঞ্জ মটর মালিক গ্র“পের নির্বাহী সদস্য মোঃ ফজলুল হক তালুকদার কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিক মিয়া।
এতে উপস্থিত ছিলেন ধর্মীয় শিক্ষক মাওলানা মতিউর রহমান, কৃষি শিক্ষক মোঃ রফিক আলী, শিক্ষিকা মোছাঃ শরিফুন্নেছা, সাংবাদিক এস আর রুবেল মিয়া, সহকারী শিক্ষক সাইদুর রহমান, রুহুল আমীন প্রমুখ। সভায় অতিথিবৃন্দরা মহান বিজয় দিবসের তাৎপর্য আলোচন করেন।