এম এ আই সজিব : মাধবপুর উপজেলার শাহজীবাজার শাহ সুলেমান ফতেহ গাজী (রাঃ) এর মাজার প্রাঙ্গনে ৩দিন ব্যাপী ওরস শুরু হয়েছে। তবে অভিযোগ উঠেছে মাজারের পবিত্রতা নষ্ঠ করার জন্য মাজারের পাশে পুতুল নৃত্যের নামে চলছে অশীল নৃত্য।এতে শাহ সুলেমান ফতেহ গাজী (রাঃ) ওরসের পবিত্রতা নষ্ট হচ্ছে।
মাজারে আসা ভক্তরা জানান, সন্ধ্যা থেকেই গভীররাত পর্যন্ত মাজারের পাশে দুটি স্কুল মাঠে অশীল নাঁচ গানের আয়োজন করা হয়েছে। আর এতে উঠতি বয়সী যুবকরা হুমড়ি খেয়ে পড়ছে। সেখানে টাকার বিনিময়ে নাচঁ দেখা ও গান শুনা হচ্ছে। এতে মাজারের পবিত্রতা নষ্ট হচ্ছে। প্রতি শো ৫০ থেকে ২শ টাকা পর্যন্ত। শো ১ ঘন্টা করে চলে। এতে করে মাজার প্রাঙ্গনে নানান ধরণের অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। গতকাল সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
এসময় ছবি তোলতে কমিটির লোকজন সাংবাদিকদের বাঁধা প্রদান করেন। স্থানীয়দের দাবি এমন ঘটনায় যে কোন সময় সংঘর্ষ হতে পারে।