স্টাফ রিপোর্টার দৈনিক শায়েস্তাগঞ্জ : জেএসসি ও পিএসসি পরিক্ষায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল ও শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদধাসা এ বছর শতভাগ সফলতা অর্জন করেছে। দক্ষিণ হবিগঞ্জের মধে ̈ শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল থেকে জেএসসি পরিক্ষায় ১৪০ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ৩৮ জন এ+, ৫৯ জন এ, অবশিষ্ঠ ৪৩ জন এ- পেয়ে শতভাগ উর্ত্তীণ হয়েছে। প্রাথমিক সমাপণী পরিক্ষায় ৮৬ জন পরিক্ষার্থী মধে ̈ ২৪ জন এ+, ৫৭ জন এ, অবশিষ্ঠ ৫ জন এ- পেয়ে উর্ত্তীণ হয়েছে। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি পরিক্ষায় ২১৮ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ১৯৯ জন উর্ত্তীন হয়েছে, ৬ জন এ+। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭৬ জন পরীক্ষার্থীর মধে ̈ ১০জন এ+, ৪০জন এ, ৩৬ জন এ- সহ মোট ১৬৯জন পাশ করে। নূরপুর উচ্চ বিদ্যালয় ২৫৪ জন পরীক্ষার্থীর মধে ̈ ৪ জন এ+ সহ ২৩৮ জন পাশ করে। গঙ্গা নগর উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জন পরীক্ষার্থী মধে ̈ ১জন এ+, ৪জন এÑ সহ ২২জন পাশ করে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি এ+, এতবারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ টি এ+, উবাহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪টি এ+, বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩টি এ+ পেয়েছে। অপরদিকে বাংলাদেশ মাদধাসা শিক্ষাবোর্ডের দাখিল ৮ম শ্রেণী জেডিসি পরীক্ষার সিলেট বিভাগের টপ টুয়েন্টিতে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদধাসা ২য় স্তান অধিকার করেছে। শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদধাসা থেকে জেডিসি দাখিল পরীক্ষায় ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৫টি এ+ পেয়ে শতভাগ পাশ করে, এবারের পিএসসি পরীক্ষায় ও পাশেরহার শত ভাগ। প্রতিবারের ন্যায় এবারো শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল ও শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা পিএসসি ও জেএসসি তে শত ভাগ পাশকরায় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে আনন্দের বন্যা বইছে।