এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের পুরানবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশিষ্ঠ সূত্র দাবি করছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিমিষেই আগুনের লেলিহান শিখা মুর্হুতেরই মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী, সদর থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে দীর্ঘ চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
আগুনে একটি সেলুন, স্টল, পানের দোকান, তিনটি স্বর্ণের দোকান, ২টি মুদি দোকান ও দুইটি ফোন ফ্যাক্সের দোকানের মালামাল পুড়ে যায়। ব্যবসায়ীরা দাবি করছেন আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তারা আরো জানান, ওই দিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। ধারণা করা হচ্ছে দোকানের সামনে একটি বিপজ্জক বিদ্যুতের খুটির শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটে। এসআই গোলাম মোস্তফা জানান, আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে আগুনের সুত্রপাত কোথায় থেকে হয়েছে তা তদন্তাধীন রয়েছে।