মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি বিদ্রোহী প্রার্থী মুক্ত হলেও আওয়ামীলীগ মুক্ত হতে পারেনি। গত রবিবার শেস দিনে মনোনয়নপত্র বিএনপি প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছেন।
কিন্তু আওয়ামী লীগের একমাত্র বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
সূত্র জানায় হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে। পাশাপাশি দলের এ সিদ্ধান্তের বাইরে প্রার্থী হন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মিজানুর রহমান তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। ফলে আওয়ামী লীগ বিদ্রোহীমুক্ত হতে পারেনি। মিজানুর রহমান বলেন, ‘দল আমাকে ছাড়লেও আমি দল ছাড়তে পারব না। কারণ, দলকে আমি ভালোবাসি। আমি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে মেয়র প্রার্থী হয়েছি। জনগণের প্রার্থী হয়ে মাঠে থাকব।’