স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চানপুর ধানআব্দা গ্রামে জমিতে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের তরিক উলার মাঝে সাহাবুদ্দিনের জমিতে পানি নিষ্কাশনের রাস্তাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উলেখিতরা আহত হয়।
গুরুতর আহত অবস্থায় সামছুদ্দিন, তরিক উলা, আলামিন ও আব্দুল খালেককে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মাঝে আশংকাজনক অবস্থায় সাহাবুদ্দিনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।