স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে ভাই ও ভাবীর হামলায় পার্বতী দেবনাথ (৩৫) নামের এক বিধবা মহিলা আহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত কালীচরণ সরকারের কন্যা পার্বতী দেবনাথের সাথে তার আপন ভাই রিংকু দেবনাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওই সময় সে ও তার স্ত্রী লক্ষ্মী দেবনাথ পাবর্তীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।