স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শরীফখানি গ্রামে যৌতুকের জন্য সাবিনা খাতুন (২০) নামে এক গৃহবধুর আঙ্গুল কেটে দিয়েছে পাষণ্ড স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত সুত্র জানায়, একই উপজেলার কাঠখাল গ্রামের আব্দুর রশিদের কন্যা সাবিনা খাতুন (২০) এর সাথে ওই গ্রামের আতাউর রহমানের পুত্র সৌদি প্রবাসি মুহিবুল ইসলামের প্রেমের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের কিছুদিন সুখে কাটে এবং দুইটি সন্তান জন্মগ্রহণ করে। এরপর মুহিবুল সৌদি আরব চলে যায়।
সম্প্রতি দেশে আসে এবং যৌতুকের জন্য তার উপর নির্যাত চালায়। গত ১ নভেম্বর সাবিনার নিকট ১ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু সাবিনা যৌতুকের দাবি মেটাতে না পারায় মুহিবুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে সাবিনার দুইটি আঙ্গুল কর্তন করে। বিষয়টি জানাজানির ভয়ে বানিয়াচংয়ের একটি ক্লিনিকে লুকিয়ে তাকে চিকিৎসা করানো হয়। গত শনিবার তার হাতের অবস্থা আশংকাজনক হলে ওই দিন বিকালে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।