আজিজুল হক নাসির: চুনারুঘাট উপজেলার আমু চা বাগানে অনুষ্ঠেয় আন্ত চা বাগান গোল্ড কাপ ফুটবলে বড় জয় পেয়েছে ডেউন্ডি চা বাগান ।স্ট্রাইকার রাজেস রায়ের হেট্রিকে তারা ৪/১ গোলে হারিয়েছে আড়ং বিল একাদশকে ।
খেলার শুরু থেকেই তারা চেপে ধরে আড়ং বিলকে । ব্যক্তিগত েএক গোল ও দলীয় ২ গোলের মাথায় প্রতিপক্ষের গোল কিপারকে অকৈধ ভাবে ধাক্কা দেয়ায় রেফারী শান্ত সিংহ ডেউন্ডি দলপতি লিটন বাউরিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলেও কোন প্রকার চাপে পড়েনি ডেউন্ডি একাদশ ।একের পর এক আক্রমন রচনা করে আদায় করে নেয় আরো ২টি গোল।
আড়ং বিলের পক্ষে ১টি গোল পরিশোধ করেন বিপন মুন্ডা।আগামীকাল সুরমা মহজিল বনাম নালুয়া চা বাগান মুখোমূখী হবে।