স্টাফ রিপোর্টার দৈনিক শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে দোকান গুলোতে বিভিন্ন খাবার উর্ত্তীণ পন্য রেখে বিক্রি ও লাইসেন্স বিহীন ছাড়াই পঁচা বাসি খাবার বিক্রির দায়ে নারিকেলপাতা হোটেল এন্ড রেষ্ঠুরেন্ট সহ ৪ দোকান, ১ টি প্রাইভেট কার চালক কে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭ হাজার৭ টাকা জরিমানা আদায় করেছে। এসময় আদালতের অভিযান চলাকালে ১নং প্লাটফর্মে বেশ কয়েকটি দোকানদার টের পেয়ে দোকানগুলো বন্ধ করে পালিয়ে যায়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান, মোঃ তানভীর হাসান রুমান, উম্মে কুলসুম এর নেতৃত্বে একদল বাংলাদেশ বর্ডার গার্ড , শায়েস্তাগঞ্জ থানা ও রেলওয়ে পুলিশকে নিয়ে প্রথমে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস স্টেশনে পৌঁছলে এসময় যাত্রীবাহী বগিতে প্রায় ১০ মিনিট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরে ট্রেন ছেড়ে দেওয়ার পর রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে মেয়াদ উর্ত্তীণ বিভিন্ন খাবার পণ্য রেখে বিক্রির দায়ে মোঃ আব্দল রেজ্জাকের পুত্র মোঃ মামুন মিয়ার “আল আমিন ষ্টোর” কে ২ হাজার টাকা , মৃত মহিদ উল্লার পুত্র মোঃ ফরিদ মিয়া “সাচ্চু ষ্টোর ” কে ১ হাজার টাকা, সুন্দর আলীর পুত্র আহম্মদ আলীর “হামিদ জেনারেল ষ্টোর” কে ৫শ টাকা, অন্য একটি ষ্টোরকে ২ হাজার টাকা , লাইসেন্স বিহীন নোংরা অবস্থায় পচা বাসি খাবার বিক্রির দায়ে নারিকেল পাতা হোটেল এন্ড রেষ্ঠুরেন্ট কে ২ হাজার টাকা ও রেল পার্কিং প্রবেশ মুখে রাস্তার উপর (ঢাকা মেট্রো-গ-১৪-৭০০৪) প্রাইভেট কার দাড় করিয়ে যানজট সৃষ্টির কারণে বানিয়াচং উপজেলার অলিমপুর গ্রামের বিল্লাল মিয়ার পুত্র প্রাইভেট কার চালক আব্দুল মন্নানকে ২শ টাকা ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন।
অভিযানে বিভিন্ন খাবার মেয়াদ উর্ত্তীণ অনেক পণ্য উদ্ধার করে জনতা সমুহে ফেলে দেয়। ঘন্টাব্যাপী স্থায়ী অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সার্বিক সহায়তা করেন হবিগঞ্জের আদালতের পেশকার দিপক চন্দ্র দাস, আজগর আলী।
অভিযানকালে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর।