স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লামা পইল গ্রামে যৌতুকের জন্য নাহেরা খাতুন (১৯) নামের এক গৃহবধূকে মারধর করে আহত করেছে স্বামী। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের উজ্জল মিয়ার সাথে ১ বছর পুর্বে বানিয়াচং উপজেলার উসমান মিয়ার কন্যা নাহেরা খাতুন (১৯) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই উজ্জল মিয়া যৌতুকের জন্য তার উপর নির্যাতন চালায়। গতকালও তার উপর নির্যাতন চালালে সে গুরুতর আহত হয়।