ডেস্ক : সৌদি সরকার পুরো হজ কার্যক্রম অনলাইনের আওতায় নিয়ে আসায় বাংলাদেশিদেরও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মিজানুর রহমান।
২০১৫ সালে হজ গমনেচ্ছুদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ ডিসেম্বর থেকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এ বছর সৌদি সরকার পুরো হজ কার্যক্রম অনলাইনের আওতায় নিয়ে আসায় বাংলাদেশিদেরও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে বলে সমকালকে জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মিজানুর রহমান।
জানা গেছে, সৌদি সরকার বাংলাদেশের ধর্মমন্ত্রীকে অনলাইনে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, প্রত্যেক এজেন্সিকে আবশ্যিকভাবে সৌদি আরবে ব্যাংক হিসাব খুলতে হবে। বাড়ি ভাড়া ও খাবারসহ আনুষঙ্গিক ব্যয়ও পরিশোধ করতে হবে ওই হিসাবের মাধ্যমে। এছাড়া ২০১৫ সালে যারা হজে যাবেন তাদের বিষয়ে যাবতীয় তথ্য হজ চুক্তির আগেই সৌদি সরকারকে অনলাইনে জানাতে হবে।
মিজানুর রহমান জানান, হজের কার্যক্রম শেষ করার সময় এগিয়ে আসায় আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০১৫ সালের হজ প্যাকেজ অনুমোদন নেওয়া হবে। ২০১৪ সালের হজ প্যাকেজে অনুমোদন দেওয়া হয়েছিল ১০ মার্চ।