আকিকুল ইসলাম লালু উচাইল থেকেঃ হবিগঞ্জ সদর উপজেলাধীন ৬নং রাজিউড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহল্লাদার সুমিত্রা রানী পালের বাচ্চা জন্ম নিয়েছে কিন্তু মাতৃত্বকালীন ছুটি পায়নি চেয়ারম্যান মহোদয় জনাব আবুল কালাম বাবুল সাহেবের নিকট থেকে।
মাতৃত্বকালীন ছুটি পাওয়ার জন্য ১১-১০-২০১৫ ইং তারিখে সুমিত্রা রানী পাল ইউপি কার্যালয়ে উপস্থিত হয়ে ছুটির জন্য আবেদন করেন, চেয়ারম্যান মহোদয় ছুটির আবেদন গ্রহন করেন। তারপর বিগত ১৬-১১-২০১৫ ইং তারিখে স্মারক নং বিহীন চেয়ারম্যান স্বাক্ষরীত একখানা শোকজ নোটিশ পাইয়া সে জানিতে পারে যে, সে বিগত ১১-১০-২০১৫ ইং তারিখ হইতে আজ পর্যন্ত চেয়ারম্যানের অনুমতি বা ছুটি ব্যতিত অনুপস্থিত রহিয়াছি এবং উল্লেখিত আছে যে, অন্যতায় আপনার বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এহেন অবস্থায় সে বিগত ০১-১২-২০১৫ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ সদর, বরাবরে মাতৃত্বকালীন ছুটির প্রয়োজনে একখানা দরখাস্ত করিলে, উক্ত দরখাস্তে তাহার মাতৃত্বকালীন ছুটি মঞ্জর করা ।
তারপরও বিগত ০৬-১২-২০১৫ ইং তারিখে আবার চেয়ারম্যান স্বাক্ষরীত (স্মারক নং ২০১৫/৬৪) একখানা শোকজ নোটিশ পাইয়া আজ ১০-১২-২০১৫ তারিখে চেয়ারম্যান মহোদয়ের সম্মুখে হাজির হইবে মাতৃত্বকালীন ছুটি জন্য।
উল্লেখিত যে, বিগত ০৪-১২-২০১৫ ইং তারিখে মহল্লাদার সুমিত্রা রানী পালের গর্ভে পুত্র সন্তান জন্ম হয় এবং এ প্রতিনিধিকে জানায় যদি আজ তাহার যে সমস্যা রয়েছে এর কোন সমাধান না হয় তাহলে ভাবব যে মহল্লাদার (গ্রাম পুলিশ) হওয়া আমার ভাগ্যে হয়নি। যেহেতু মাতৃত্বকালীন ছুটি পায়নি।