এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ২য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য দুই মেম্বারসহ ৬/৭ জন মাতব্বার মরিয়া হয়ে উঠেছে।
মুমূর্ষূ অবস্থায় ওই ছাত্রীকে গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিম ছাত্রীর পিতা লাল চাঁন দাস জানান, গত বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের চম্পক চক্রবর্তীর পুত্র দর্শন চক্রবর্তী (২৩) ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ওই শিশু তার পিতাকে বিষয়টি জানায়। তার পিতা তাকে আজমিরীগঞ্জ হাসপাতালে নিয়ে যেতে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার অদৈত তালুকদার, সাবেক মেম্বার নিলু চক্রবর্তী ও ২ মুরববীরা মিলে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় এবং ওই শিশুর পিতাকে জানায় মামলা করে কোন লাভ নেই।
আরো বিপদে পড়বে। সুতরাং কিছু টাকা নিয়ে চুপ থাক। কিন্তু কিছু দিন পর থেকে আর তাদেও টাকা দেওয়ার তো দুরের কথা ওলঠে আবার হুমকি দেয়। আর আমরা তোকে ১০.০০০ টাকা নিয়ে দিব। অসহায় লাল চাঁন তাদের ভয়ে বিষয়টি সহ্য করে। দিন দিন ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে।
এদিকে অক্ষয় দাস, সুন্দর দাস ও দুই মেম্বার মিলে গত মঙ্গলবার হবিগঞ্জ শহরের ১টি ডায়গনষ্টিক সেন্টারের মাধ্যমে চিকিৎসা করায় এবং বাড়িতে নিয়ে যায়। এতেও তার অবস্থার অবনতি হয়। গতকাল বুধবার নিরূপায় হয়ে ওই শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ওই শিশুর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর থেকে লম্পট দর্শন চক্রবর্তী আত্মগোপন করেছে।