চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিসহ ১ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই হরিদাসের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট – শায়েস্তাগঞ্জ সড়কের রাইছমিল নামক স্থানে একটি নাম্বার বিহীন অটো রিস্কা (সিএনজি) আটক করে তল্লাশী চালিয়ে ১২কেজি (১বস্তা) গাঁজাসহ মাদক ব্যবসায়ী খুর্শেদ আলী (২৫)কে আটক করে থানায় নিয়ে আসে ।
আটককৃত মাদক ব্যবসায়ী খুর্শেদ উপজেলা জারুলিয়া (বানিহাটি) গ্রামের তৈয়ব আলীর ছেলে। আটককৃত মালামাল চুনারুঘাট থানায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে।