ষ্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলায় মহিলা সংগঠনের দুই মাঠকর্মীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
গত ৩০ নভেম্বর মহিলা সংগঠনের সভাপতি রোকেয়া বেগম উপজেলার নিবার্হী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার জলসুখা দারিদ্র বিমোচন মহিলা সংগঠনের দুই মাঠকর্মী রাহেলা আক্তার ও রুমা আক্তার এলাকার অসহায় দরিদ্র মহিলারদের কাছ থেকে কিস্তির লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন।
সংগঠন সূত্র জানায়, উপজেলার বিভিন্ন গ্রামে মহিলা সংগঠনের ৬ শতাধিক মহিলা সদস্য আছেন। তাদের উন্নয়নে ১০ থেকে ২০ হাজার টাকা পযর্ন্ত ঋণ দেয়া হয়। সদস্যরা মাসিক কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করেন। মহিলা সংগঠনের অর্থ যোগান দেয় ঢাকাস্থ পদক্ষেপ মানব উন্নয়ন সংস্থা। পদক্ষেপের কো-অডিনেটর সুমন আহমেদের মাধ্যমে মহিলা সংগঠনের দুই মাঠকর্মী রাহেলা ও রুমা রিনের কিস্তির টাকা উঠান। এরই সুযোগে দুই মাঠকর্মী কিস্তির টাকা আত্মসাত করেন। স্থানীয় ভূক্তভুগিরা আরও অভিযোগ করেন, পদক্ষেপের কো-অর্ডিনেটার সুমন আহমেদ এর সহযোগীতায় দুই মাঠ কর্মী লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন।
মহিলা সংগঠনের নেতৃবৃন্দ এলাকার সালাউদ্দিন ও আব্দুর রশিদকে দিয়ে অডিট করলে তারাও আত্মসাতের বিষয়টির সত্যতা পেয়েছেন।
অর্থ আত্মসাতকারী দুই মাঠকর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগের অনুলিপি উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়াম্যান, উপজেলা মহিলা অধিদপ্তর ও পদক্ষেপ মানব উন্নয়ন সংস্থায় প্রেরণ করা হয়েছে।