চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ দীর্ঘ দুই বছর সাত মাস পর রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষায় গঠিত সহ-ব্যবস্থাপনা পরিষদের সভা সোমবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম, বিজ্ঞ পিপি এড. এম আকবর হোসেইন জিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: লুৎফুর রহমান মহলদার, চুনারুঘাট উপজেলা যুবলীগ সভাপতি মো: লুৎফর রহমান চৌধুরী, এসিএফ এ. জেড. এম. হাছানুর রহমান, ক্রেল প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, আইয়ুব আলী তালুকদার, আবু সালেহ মোঃ শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আ: সামাদ, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, পুলিশ বিভাগের প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, বন বিভাগ ও ক্রেল প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সহ-ব্যবস্থাপনা পরিষদ সদস্যবৃন্দ।
সভায় সহ-ব্যবস্থাপনা কমিটি এবং ইউএসএইড’র ক্রেল প্রকল্পের বিগত আড়াই বছরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন ক্রেল প্রকল্পের সিসিপিএএমও পলাশ সরকার। সভায় বক্তারা রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের বন অপরাধ প্রায় শূণ্যের কোঠায় নেমে আসায় সহ-ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিজ্ঞ পিপি এড. এম আকবর হোসেইন জিতু বলেন যে, বিগত চার বছর তার সভাপতিত্বকালে তিনি চেষ্ঠা করেছেন সাধারন মানুষের বন রক্ষায় অংশগ্রহণ বাড়ানো এবং কুখ্যাত বন দস্যুদের আইনের হাতে সোপর্দের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা। তিনি বন অপরাধ শূণ্যের কোঠায় আনার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানান।
সহ-ব্যবস্থাপনা পরিষদ ও কমিটির উপদেষ্ঠা সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম রেমা-কালেঙ্গার বনাঞ্চল সংরক্ষণে এলাকার জনগণের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন। সভায় সভাপতি চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন যে, রেমা-কালেঙ্গার এই প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকল সরকারী বিভাগসহ সাধারন জনগণ এবং স্থানীয় জন প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তিনি সহ-ব্যবস্থাপনা পরিষদ পূণর্গঠনের উদ্দেশ্যে বিভিন্ন অংশীদার হতে সদস্য নির্বাচনের জন্য সহকারী কমিশনার (ভ’মি) কে আহবায়ক এবং সহকারী বন সংরক্ষক এ. জেড. এম. হাছানুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মো: নুরুজ্জামান, ক্রেল প্রতিনিধি মোস্তফা হায়দার মিলন ও হাজী ছমির হোসেনকে সদস্য করে ০৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন।